Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২১

বিএফআরআই-এর ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক গবেষণা স্টাডি বিষয়ে কারিগরি কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত (২৬ জুলাই ২০২১)


প্রকাশন তারিখ : 2021-07-26

বিএফআরআই-এর ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক গবেষণা স্টাডি বিষয়ে কারিগরি কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত:

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম এর বার্ষিক গবেষণা কার্যক্রম মূল্যায়ন বিষয়ক কারিগরি কমিটির ২৮ তম সভা কমিটির আহবায়ক এবং অত্র ইনস্টিটিউটের পরিচালক ড. মো.মাসুদুর রহমান এর সভাপতিত্বে গত ২৬/০৭/২০২১ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অনলাইনে (জুম অ্যাপ) অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী কারিগরি কমিটির সদস্যবৃন্দ : (জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে)

১.         ড. মোঃ জগলুল হোসেন, উপ-প্রধান বন সংরক্ষক, পরিকল্পনা উইং, বন ভবন, আগারগাঁও, ঢাকা।

২.         জনাব ইশরাত রেজা, পরিচালক ,  পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়, খুলশী, চট্টগ্রাম।

৩.        ড. মো. ছায়ফুল্লাহ, সদস্য পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।

৪.         ড. মোহাম্মদ কামাল হোসাইন, প্রফেসর , ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৫.         ড. রফিকুল হায়দার, মুখ্য গবেষণা কর্মকর্তা, বনজ সম্পদ উইং, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট,চট্টগ্রাম।

৬.         ড. জেরিন আক্তার, প্রফেসর এবং পরিচালক, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৭.         ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর এবং চেয়ারম্যান, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৮.         ড. মোহাম্মদ. মোস্তফা , পরিচালক,  বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, চট্টগ্রাম।

৯.         ড. এ এস এম  হারুনুর রশিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা , বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ, খুলশী, চট্টগ্রাম।

১০.       জনাব মো. মোকছেদুর রহমান, মহাব্যবস্থাপক,  বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, চট্টগ্রাম।

১১.       জনাব একেএম জসিম উদ্দিন, পরিচালক, এডাব, ঢাকা।

 

এ ছাড়া বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউ এর বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা ও শাখা প্রধান ও সংশ্লিষ্ট গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভার শুরুতেই সভাপতি মহোদয় কারিগরি কমিটির সদস্যবৃন্দ ও অত্র ইনস্টিটিউটের কর্মকর্তাগণকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি বার্ষিক গবেষণা কর্মসূচী প্রণয়নে বিএফআরআই এর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন প্রতি বৎসর বার্ষিক গবেষণা কর্মসূচী প্রণয়নের পূর্বে প্রথমে বিএফআরআই কর্তৃক বিভিন্ন ভোক্তাগোষ্ঠীর নিকট চাহিদাপত্র প্রেরণ করা হয়। এরই প্রেক্ষিতে চলতি বছরে ভোক্তাশ্রেণী এবং সার্বিক বিবেচনায় অত্র ইনস্টিটিউটের গবেষকবৃন্দ কর্তৃক বাস্তব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে ২৫ টি নতুন গবেষণা স্টাডির প্র চ্যসূচি অনুযায়ী গবেষণা বিভাগসমূহের নতুন স্টাডি নিয়ে আলোচনা হয়।